বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমিনুল হক চব্বিশের গণঅভ্যুত্থান ও গুমের শিকার পরিবারের কাছে ঈদ উপহার ও আর্থিক সাহায্য পৌঁছে দিয়েছেন। তিনি শহীদ ছাত্র নেতা রমজান মিয়া জীবন, স্বেচ্ছাসেবক দল নেতা মকবুল হোসেন ও সম্প্রতি নিহত শ্রমিক দলের নেতা বিল্লাল গাজীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আমিনুল বলেন, বিএনপি সব শহীদ পরিবারের পাশে থাকবে এবং ক্ষমতায় এলে সকল হত্যাকাণ্ডের বিচার করবে।
বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারদের পাশে দাঁড়িয়েছে, বিচার করার প্রতিশ্রুতি দিয়েছে