Web Analytics

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন গেজেটে ধর্মীয় শিক্ষক না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিধিমালাকে ‘ইসলামবিরোধী এজেন্ডা’ আখ্যায়িত করেছে হেফাজতে ইসলাম। এ গেজেট প্রত্যাহার না করলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে সংগঠনটি। বিবৃতিতে বলছে, ইসলামে বাদ্যযন্ত্রের ব্যবহার নিষিদ্ধ। সংগীত কোনো মৌলিক শিক্ষার অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশের মতো মুসলিম-অধ্যুষিত দেশে মুসলিম অভিভাবকদের মতামত না নিয়ে তাদের ছেলেমেয়েদের প্রাথমিক শিক্ষায় সংগীত শিক্ষা চাপিয়ে দেওয়ার অধিকার কোনো সরকারের নেই। মুসলিম শিশু-কিশোরদের ইসলামি মূল্যবোধ ও ঈমান রক্ষার প্রশ্নে আমরা বৃহত্তর ইসলামি জনতাকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আরও বলেছে, এলজিবিটি ও গানবাদ্য ঢুকিয়ে ধর্মপ্রাণ মুসলিম শিশু-কিশোরদের ইসলামি মূল্যবোধ থেকে দূরে রাখার ডি-ইসলামাইজেশন প্রকল্প বাস্তবায়নের প্রচেষ্টা পতিত আওয়ামী ফ্যাসিস্ট আমল থেকেই ছিল। দুঃখজনকভাবে অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগে সেই পুরনো ইসলামবিরোধী এজেন্ডাগুলো বাস্তবায়নে নেমেছে কিছু এনজিওকর্মী। আরো বলেছে, জুলাই গণঅভ্যুত্থানে অগণিত মাদ্রাসা শিক্ষার্থী ও আলেম শহীদ হয়েছেন। ধর্মীয় শিক্ষক নিয়োগের বিধিমালা করা হলে মাদ্রাসা শিক্ষিতদের কর্মসংস্থান ঘটবে।

06 Sep 25 1NOJOR.COM

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন গেজেটে ধর্মীয় শিক্ষক না দিয়ে সংগীত শিক্ষক নিয়োগের বিধিমালাকে ‘ইসলামবিরোধী এজেন্ডা’ আখ্যায়িত করেছে হেফাজতে ইসলাম।

Person of Interest

logo
No data found yet!