ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধের দেড় ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন ছাত্রদলের নেতকর্মীরা। ফলে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেছিলেন তারা। পরে বিকেল ৫টা ২৫ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন। দুপুরে সাম্য হত্যার বিচার, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাসহ উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে কালো পতাকা মিছিল করেছে ছাত্রদল।
সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধের দেড় ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন ছাত্রদলের নেতকর্মীরা