ইসরাইলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহু দাবি করেছেন, ইরানের মুদ্রা রিয়ালের পতন ও অর্থনৈতিক সংকট ঘিরে চলমান বিক্ষোভের মধ্যে ইসরাইলি এজেন্টরা বর্তমানে ইরানের ভেতরে সক্রিয়। বৃহস্পতিবার ইসরাইলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছরের জুনে ইরানের সঙ্গে সংঘটিত ১২ দিনের যুদ্ধে ইসরাইল স্থলভাগে এজেন্ট ব্যবহার করেছিল এবং এখনো একই ধরনের তৎপরতা চলছে। এলিয়াহু নিশ্চিতভাবে বলেন, ইরানের মাটিতে এখনো কিছু ইসরাইলি এজেন্ট কাজ করছে।
মন্ত্রী জানান, এসব এজেন্ট সরাসরি সরকার উৎখাতের জন্য নয়, বরং ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে কাজ করছে, যাতে দেশটি ইসরাইলের জন্য হুমকি হয়ে না ওঠে। এর আগে তেহরান ১২ দিনের যুদ্ধের সময় ইসরাইলি গোয়েন্দা তৎপরতা স্বীকার করে এবং মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করে।
এলিয়াহুর বক্তব্য ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগকে আরও উসকে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কঠোর ভাষায় অভিযুক্ত করে সতর্ক করেছেন যে, অহংকারী শক্তিগুলোর পরিণতি ১৯৭৯ সালের রাজবংশের মতোই হবে।
ইরানে বিক্ষোভের মধ্যে ইসরাইলি এজেন্ট সক্রিয় থাকার দাবি