নারী ফুটবলে অচলাবস্থা কাটছে না। সাবিনা খাতুনের নেতৃত্বাধীন ফুটবলাররা কোচ বাটলারের অধীনে অনুশীলন করবেন না, কোচ তাদের ছাড়াই দল সাজাতে প্রস্তুত। এমতাবস্থায় বাফুফে'র সঙ্গে হওয়া চুক্তি থেকে বাদ পড়তে পারেন বিদ্রোহী ফুটবলাররা। জাতীয় পুরুষ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এমতাবস্থায় মন্তব্য করেছেন, সাবিনার নেতৃত্বে ১৮ নারী ফুটবলার ক্যাম্প ছাড়লে সেটা বাংলাদেশ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। তিনি আরো বলেন, অবশ্যই বাফুফেকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। ফুটবলারদের দলে রাখতে বলে সংকটের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও তিনি আহ্বান করেছেন।