Web Analytics

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারু এলাকায় বৃহৎ অভিযানে ৭৯ বাংলাদেশিসহ ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মোট ১,১১৬ জনের নথি যাচাই করা হয়। অভিযানে অংশ নেয় অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগ, শ্রম বিভাগ ও মাদকবিরোধী সংস্থা। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মিয়ানমারের ৬৪৭, নেপালের ১০২, বাংলাদেশের ৭৯, ইন্দোনেশিয়ার ১৫ ও ভারতের ১০ নাগরিক। তাদের বিরুদ্ধে পরিচয়পত্রহীনতা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান ও জাল কার্ড ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারি জানান, বিদেশিদের অবৈধ ব্যবসা ও বসবাস নিয়ে জনঅভিযোগের পর এই অভিযান চালানো হয়। তিনি সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দিলে নিয়োগকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযান চলবে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ ও মানবপাচারবিরোধী আইনের আওতায়।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।