Web Analytics

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চামান–স্পিন বোলদাক সীমান্ত আংশিকভাবে বাণিজ্যের জন্য খুলে দেওয়া হয়েছে। আপাতত শুধুমাত্র খালি বাণিজ্যিক ট্রাক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে কঠোর তদারকির আওতায়। সীমান্ত খোলার এই সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন পাকিস্তান দেশজুড়ে আফগান শরণার্থীদের ফেরত পাঠানোর অভিযান জোরদার করেছে। শুধু অক্টোবর মাসেই ৬৭ হাজারেরও বেশি আফগান নাগরিক পাকিস্তান ত্যাগ করেছেন। নিরাপত্তাজনিত কারণে সাধারণ যাতায়াত বন্ধ থাকলেও, বৈধ পাসপোর্ট ও ভিসাধারী আফগান চালকদের সীমিতভাবে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, একই শর্তে তোরখাম সীমান্তও শিগগির খুলে দেওয়া হতে পারে, যদিও গুলাম খান, আঙ্গুর আড্ডা ও খারলাচি সীমান্ত এখনও বন্ধ থাকবে। আজাদ কাশ্মীরে ১৮ নভেম্বরের মধ্যে সব আফগান নাগরিককে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইসলামাবাদে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৭ আফগান নাগরিক গ্রেফতার হয়েছে, যা চলমান প্রত্যাবাসন অভিযানে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

22 Oct 25 1NOJOR.COM

পাকিস্তান যখন ব্যাপক আকারে আফগান শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর অভিযান চালাচ্ছে—এমন সময়ে সীমান্ত খোলার সিদ্ধান্ত এল

Person of Interest

logo
No data found yet!