গত বৃহস্পতিবার গাজীপুরে জুলাই বিপ্লবে নিহত মিনহাজ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা লম্বা বাবুকে আটক করে ছেড়ে দিয়েছিল পুলিশ। এ নিয়ে শুরু হয় সমালোচনা। এর জেরে সেদিন রাতেই ফের গ্রেফতার করা হয়। আসামিকে ছেড়ে দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, জানিয়েছেন ডিসি। ওসি বলেছিলেন, শারীরিক অবস্থা খারাপ তথা হার্টঅ্যাটাকের লক্ষণ দেখে আসামি বাবুকে প্রথমে ছেড়ে দিয়েছিলাম। পরে আবার গ্রেফতার করা হয়েছে।