কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে টুটুল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাতরা। মধুপুর ইটভাটা বাজারের পাশে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। পুলিশ জানায়, অন্ধকারে ওত পেতে থাকা দুর্বৃত্তরা হঠাৎ করে টুটুলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টুটুলের পরিবারের দাবি, তার কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল না। তবে এলাকায় গোষ্ঠীগত কিছু পুরোনো বিরোধ নিয়ে তিনি মাঝে মধ্যে উদ্বেগ প্রকাশ করতেন। পরিবারের ধারণা, সেই বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
কুষ্টিয়া সদর উপজেলার মধুপুর এলাকায় প্রকাশ্যে গুলি করে টুটুল (৪৫) নামে এক ব্যবসায়ীকে হত্যা করেছে অজ্ঞাতরা।