ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-অস্ট্রেলিয়া ষষ্ঠ সিনিয়র অফিসিয়ালস সংলাপে অস্ট্রেলিয়া জানিয়েছে যে, তারা তুলা ও উল শিল্পে বাংলাদেশকে দ্বিতীয় উৎপাদন কেন্দ্র হিসেবে অগ্রাধিকার দিতে চায়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয়-পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের (ডিএফএটি) দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের প্রথম সহকারী সচিব সারাহ স্টোরি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, সামুদ্রিক সহযোগিতা, প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। সারাহ স্টোরি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। উভয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও অর্থপাচারবিরোধী উদ্যোগেও সহযোগিতার নতুন দিক চিহ্নিত করে।
সংলাপ শেষে কূটনৈতিক ও কনস্যুলার কর্মীদের নির্ভরশীলদের কর্মসংস্থান সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আগামী বছর ক্যানবেরায় সপ্তম সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকায় বৈঠকে তুলা শিল্পে বাংলাদেশকে দ্বিতীয় অগ্রাধিকার কেন্দ্র হিসেবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া