জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, আওয়ামী দোসরদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধসহ ৬ দফা দাবিতে তিনদিনের বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। মহাসচিব আবদুল কাদের জানান, আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর দেশের সকল মহানগরীতে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। একই দিন কর্মসূচির ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।