জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক জোটের অংশ হিসেবে ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত তার দেশ। তিনি জোর দিয়ে বলেন, এই মিশন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নয়, বরং ইউরোপের নেতৃত্বে পরিচালিত হবে। রাষ্ট্রীয় টেলিভিশন জেডডিএফকে দেওয়া সাক্ষাৎকারে মের্জ বলেন, ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর আওতায় ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশও অংশ নিতে পারে।
বার্লিনে ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর দুই দিনের বৈঠকের পর এই অবস্থান স্পষ্ট হয়। আলোচনায় ইউরোপীয় নেতৃত্বে একটি বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব উঠে আসে, যা ইউক্রেনীয় সেনাদের সহায়তা ও আকাশ-সমুদ্র নিরাপত্তা নিশ্চিত করবে। মের্জ বলেন, এমন উদ্যোগ রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে পারে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, মের্জ মনে করেন পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। ইউরোপীয় নিরাপত্তা কাঠামোতে এটি বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
ইউরোপীয় নেতৃত্বে ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত জার্মানি, যুক্তরাষ্ট্র নেতৃত্বে নয়