শনিবার রাতে সুনামগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে তিনজন শিশু ও দুইজন নারীসহ পাঁচজন মারা গেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচজন যাত্রী নিহত এবং একজন আহতের খবর পাওয়া গেছে। নিহতরা সবাই নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলা থেকে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিলেন। পরবর্তীতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে!
নৌকাডুবি: নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু, সংখ্যা আরও বাড়তে পারে