যুক্তরাজ্যে সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের টিউলিপ সিদ্দিকের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনার শাসনামলের দুর্নীতির অভিযোগে যুক্ত হয়ে যুক্তরাজ্যে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান টিউলিপ। ঢাকার আদালত তাকে এবং আরও ৫২ জনকে জমি ও সম্পত্তি কেলেঙ্কারির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। টিউলিপ অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। ড. ইউনূস লন্ডনে রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
দুর্নীতির অভিযোগ ও গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ পাননি টিউলিপ সিদ্দিক