ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, "কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত নই।" এদিকে বহু প্রতীক্ষিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ঠাকুরগাঁও। রাতে শহর বর্ণিল আলোয় সেজে উঠেছে। আট বছর পর নতুন নেতৃত্ব নির্বাচন ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে সোমবার অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। বিএনপির মহাসচিবের পৈতৃক বাড়ির কাছে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠেই হবে এ সম্মেলন। দলীয় সূত্র জানায়, সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। ফলে মির্জা ফখরুলের ছোট ভাই জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন।
কিছু রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। তবে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি বিশ্বাস করি। আমরা নির্বাচন নিয়ে শঙ্কিত নই: ফখরুল