ধর্ষণের শিকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদ জসীম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) শনিবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাত নয়টায় শেখেরটেক ৬ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আগামীকাল বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল তার। শনিবার মার্কেটে গিয়ে কিছু কাপড় কিনেছে। রাত আটটায় নিহতের মা ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসায় দিয়ে আসতে যান। সেই সুযোগেই রাত নয়টার দিকে রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ভুক্তভোগীর মামা জানান, 'আমার ভাগনীর ধর্ষকরা জামিনে পেয়ে গেছে। এখন আমার ভাগনি চলে গেছে। আমরা কার কাছে বিচার চাইবো। কে বিচার করবে আমাদের।' প্রতিবেশী জানান, 'হয়তো কেউ তাকে ফোনে এমন কোনো হুমকি ধমকি দিয়েছে। যার কারণে সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমরা এ হত্যার বিচার কার কাছে আর চাইবো।' গত ১৮ মার্চ পিতার কবর জিয়ারত শেষে পথিমধ্যে ভুক্তভোগী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন।
ধর্ষণের শিকার জুলাই গণঅভ্যুত্থানে শহিদ জসীম উদ্দিনের কন্যা লামিয়ার আত্মহত্যা