জামায়াত নেতা মুজিবুর রহমান বলেন, আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব নয়। তিনি বলেন, ‘সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুস, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে কুরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আর তাই জামায়াতে ইসলামীকে একটি বারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’ আরো বলেন, দেশবাসীর প্রত্যাশা আগে বিচার ও প্রয়াজনীয় সংস্কার কাজ সম্পন্ন করে পরে জাতীয় নির্বাচন দিতে হবে। এই নেতা বলেন, আমরা গত তিন বারের মতো বিতর্কিত নির্বাচন চাই না, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই।
সব প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে কুরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আর তাই জামায়াতকে একটি বারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি: মুজিবুর রহমান