জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইউরোপীয় সদস্যরা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, স্লোভেনিয়া ও যুক্তরাজ্যের পক্ষে ব্রিটিশ রাষ্ট্রদূত জেমস কারিউকি জানান, অক্টোবর মাসে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ২৬০টিরও বেশি হামলার ঘটনা ঘটেছে, যা রেকর্ড মাত্রার সহিংসতা হিসেবে বিবেচিত হচ্ছে।
কারিউকি বলেন, নিরাপত্তা পরিষদ প্রস্তাব ২৩৩৪ পুনরায় আলোচনায় আনা হবে, যা অবৈধ বসতি স্থাপন কার্যক্রমের নিন্দা করে এবং ইসরাইলকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানায়। তিনি সতর্ক করেন, ইসরাইলের বর্তমান নীতিমালা ওই প্রস্তাবের পরিপন্থি এবং এটি পশ্চিম তীরের অস্থিতিশীলতা বাড়াচ্ছে, গাজার ২০ দফা পরিকল্পনা ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলছে।
ইউরোপীয় দেশগুলো অবৈধ বসতি সম্প্রসারণ, পূর্ব জেরুজালেমে উচ্ছেদ ও নতুন আবাসন প্রকল্পের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। তারা ইসরাইলকে অধিকৃত অঞ্চলের ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা ও জেরুজালেমের পবিত্র স্থানের স্থিতাবস্থা বজায় রাখার আহ্বান জানিয়েছে।