রমজান উপলক্ষে দলের গুম-খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপি নেতা আমিনুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার দুপুরে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পল্লবীর ৫নং ওয়ার্ড যুবদল কর্মী মো. সানির পরিবারকে এই উপহার সামগ্রী তুলে দেন আমিনুল। আমিনুল হক বলেন, গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারা দেশে বিএনপির নেতাকর্মীরা যে একই পরিবারের সদস্য, সেটা বোঝাতেই এমন আয়োজন। ক্ষমতায় এলে দোষীদের বিচার করার প্রতিশ্রুতি দেন তিনি।