বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইরান থেকে দ্বিতীয় দফায় আরও ৩২ বাংলাদেশি দেশে ফিরেছেন। তারা সড়কপথে তেহরান থেকে মাশহাদ গিয়ে সেখান থেকে শারজাহ হয়ে ৮ জুলাই ঢাকায় পৌঁছান। ইসরাইল-ইরান সংঘাতের পরিপ্রেক্ষিতে এই প্রত্যাবাসন প্রক্রিয়া চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে বর্তমানে প্রায় আড়াই হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যাদের মধ্যে শিক্ষার্থী, দূতাবাসকর্মী, রোগীসহ প্রায় ৩০০ জনের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরান থেকে আরও ৩২ বাংলাদেশির প্রত্যাবাসন