আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে শুনানি শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
ইসি সূত্রে জানা যায়, বিএনপি প্রার্থী মঞ্জরুল আহসান মুন্সী ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ একে অপরের মনোনয়ন বৈধতা নিয়ে পাল্টাপাল্টি আপিল করেছিলেন। শুনানি শেষে নির্বাচন কমিশন মঞ্জরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল করে এবং হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করে। হাসনাত আব্দুল্লাহ ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সিদ্ধান্তের ফলে কুমিল্লা-৪ আসনে আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপির হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা নিশ্চিত হলো।
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন