টাঙ্গাইলের মধুপুরে লাবনী আক্তার নামের এক মা গয়না ও মোবাইল কেনার জন্য নিজের চার মাসের শিশুপুত্রকে ৪০ হাজার টাকায় বিক্রি করেন। লাবনী স্বীকার করেছেন, মানসিকভাবে অস্থিতিশীল অবস্থায় তিনি এই কাজ করেছেন। বিষয়টি জানার পর স্বামী রবিউল ইসলাম পুলিশকে অবহিত করেন। লাবনীর সহযোগী মনিরের মাধ্যমে সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করা হয় বলে জানা গেছে। পুলিশ শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
টাঙ্গাইলে গয়না ও মোবাইল কেনার জন্য শিশুপুত্রকে বিক্রি করলেন মা