পারস্য উপসাগরে জ্বালানি চোরাচালানের অভিযোগে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসির তথ্য অনুযায়ী, নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এসওয়াতিনি পতাকাবাহী জাহাজটি শনাক্ত করা হয়, যা প্রায় ৩ লাখ ৫০ হাজার লিটার ডিজেলসহ চোরাই জ্বালানি বহন করছিল। আদালতের আদেশে জাহাজটি বুশেহর উপকূলে নিয়ে যাওয়া হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, জাহাজের ১৩ জন নাবিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে ভারতের নাগরিক এবং একটি প্রতিবেশী দেশের নাগরিক রয়েছে। জব্দ করা জ্বালানি দেশে ফিরিয়ে এনে খালাসের প্রক্রিয়া চলছে।
ইরানে জ্বালানি চোরাচালান দীর্ঘদিনের সমস্যা, যা মূলত দেশটির ভর্তুকিযুক্ত জ্বালানি মূল্যের কারণে বৃদ্ধি পেয়েছে। আইআরজিসি নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করে, যা ইরানের অর্থনৈতিক ও নিরাপত্তা নীতির অংশ হিসেবে দেখা হয়।