সিলেটের সাদাপাথর কাণ্ডে ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে এনসিপি। মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন দলটির সমন্বয় কমিটির সদস্য (প্রচার) মো. ছালিম আহমদ খান। কর্মসূচি স্থগিতের কারণ হিসেবে কেন্দ্রীয় নির্দেশনার কথা বলা হয়েছে। এর আগে সোমবার এনসিপির সিলেট জেলার প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। ঘোষণায় বলা হয়েছিল- মিথ্যা ভিত্তিহীন বানোয়াট খবর প্রচার ও দুদকের মিথ্যা প্রতিবেদনের প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩টায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি আহ্বান করা হয়েছিল। উল্লেখ্য, সাদাপাথর লুটের ঘটনায় প্রদত্ত তদন্ত প্রতিবেদনে সিলেটের এনসিপির শীর্ষ নেতাদের নাম পদবি উল্লেখসহ পাথর লুটে জড়িত বলে দাবি করেছে দুদক।
সিলেটের সাদাপাথর কাণ্ডে সিলেটের শীর্ষ এনসিপি নেতাদের বিরুদ্ধে দুদকের অভিযোগের প্রতিবাদে ডাকা মানববন্ধন কর্মসূচি স্থগিত করেছে এনসিপি।