এনসিপি নেতা হান্নান মাসউদ বলেন, টিউলিপ সিদ্দিকী রাশিয়ার সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে চুক্তির নামে এ দেশের বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করেছে। তার সরাসরি ইন্ধনে চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর গুলি চালানো হয়েছে। সেই টিউলিপ সিদ্দিকীর সঙ্গে যদি ড. মুহাম্মদ ইউনূস দেখা করেন, তা কখনও এ দেশের মানুষ মেনে নেবেনা। তিনি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। অথচ একটি পক্ষ তার আগেই নির্বাচন চায়। তারা পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের মতো খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা চাই, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হোক। তার আগ পর্যন্ত কোনো নির্বাচন হবে না। আরো বলেন, শেখ হাসিনার পতন এদেশে শুধুমাত্র আওয়ামী লীগের পতন নয়, শেখ হাসিনার পতন মানে এদেশে ভারতীয় আধিপত্যের পতন।
ছাত্র-জনতার খুন ও এদেশের মানুষের অর্থপাচারে জড়িত টিউলিপ সিদ্দিকীর সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হলে তা চব্বিশের গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করা হবে: আবদুল হান্নান মাসউদ