ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের চরমোনাই মাহফিলে দেওয়া বক্তব্যকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। শনিবার এক যৌথ বিবৃতিতে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, ইসলামী দলগুলোর ঐক্য প্রসঙ্গে চরমোনাই পীরের মন্তব্য বাস্তবতাবিবর্জিত। তারা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ আলোচনাবিহীনভাবে ‘পিআর ইস্যু’ সামনে এনে অন্য দলের সঙ্গে যৌথ কর্মসূচি করায় জমিয়ত সমমনার লিয়াজোঁ কমিটির বৈঠকে অংশ নেওয়া বন্ধ করে দেয়। জমিয়ত নেতারা অভিযোগ করেন, এই আচরণ রাজনৈতিক প্রতারণার শামিল এবং পীরের বক্তব্য ধর্মীয় মাহফিলের মর্যাদা ক্ষুণ্ন করেছে ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
চরমোনাই পীরের বক্তব্যকে অসত্য ও রাজনৈতিকভাবে বিভ্রান্তিকর বলে নিন্দা জানাল জমিয়ত