Web Analytics

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৫ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের দুই পুরুষ দ্বৈত জুটি—আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ-সাদাকাত রবিন। প্রি-কোয়ার্টারে জুমার-অহিদুল ভারতীয় ডেভার্ট মান ও সৌরভ নাইনকে ২১–১৯, ১৭–২১ ও ২১–১৪ পয়েন্টে হারান। অন্যদিকে, প্রথম সেট হারলেও মালয়েশিয়ার লিউ ওয়েন জি ও জিয়া লি তানের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৪–২১, ২১–১৪ ও ২১–১৭ পয়েন্টে জয় পান মাসুদ-রবিন জুটি। আগামীকাল শুক্রবার ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল।

অন্যদিকে, বাংলাদেশের অন্যান্য জুটির দিনটি ভালো যায়নি। মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ, রাহাতুন নাঈম-মিজানুর রহমান, ডালিয়া-মাথিনা ও রেশমা-বৃষ্টি জুটি সবাই হেরে বিদায় নিয়েছেন। মিশ্র দ্বৈতে সিফাত উল্লাহ-বৃষ্টি খাতুনও ভারতের প্রতিপক্ষের কাছে পরাজিত হন। তবে জুমার-অহিদুল ও মাসুদ-রবিনের সাফল্য স্বাগতিকদের জন্য আশার আলো জ্বালিয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!