Web Analytics

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বুধবার (১০ ডিসেম্বর) বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপস্থিত হয়ে তারা পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হবে, যা বৃহস্পতিবার সন্ধ্যায় ঘোষণার কথা রয়েছে।

মাহফুজ আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই দুই সাবেক ছাত্রনেতার পদত্যাগ গ্রহণের পর ড. ইউনূস বলেন, তারা ফ্যাসিবাদী শাসন থেকে জাতিকে মুক্তির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতেও গণতান্ত্রিক বিকাশে অবদান রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

প্রধান উপদেষ্টা দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তাদের অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশের কল্যাণে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান। এই পদত্যাগকে তিনি গণতান্ত্রিক রূপান্তরের অংশ হিসেবে দেখেন।

Card image

Person of Interest

logo
No data found yet!