মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বিএনপির নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে একই দলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দিঘিরপাড় বাজার এলাকায় এই সংঘর্ষ হয়। মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে স্থানীয় নেতাকর্মীরা মিছিল বের করলে দিঘিরপাড় বাজার থেকে কামারখাড়া এলাকায় যাওয়ার পথে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিএনপি নেতা শামিম মোল্লার অনুসারী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খানের সমর্থকদের মধ্যে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। দুপুর ১টার দিকে খান ও মোল্লা বংশের সমর্থকরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক শতাধিক মানুষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে অংশ নেয়, ফলে আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষ নিরাপদ স্থানে সরে যায়।
দিঘিরপাড় এলাকার নজরুল মোল্লা (৪২) আহতদের মধ্যে একজন হিসেবে শনাক্ত হয়েছেন। টংগিবাড়ী থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে