সোমবার নির্বাচন কমিশন (ইসি) আপিল শুনানির পর আরও ৪১ জন সংসদ সদস্য প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করেছে। ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল মিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন মোট ৭১টি আপিল নিষ্পত্তি করা হয়, যার মধ্যে ৪১টি মঞ্জুর, ২৪টি নামঞ্জুর এবং চারটি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। গত তিন দিনে মোট ১৫০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ময়মনসিংহ-৪ আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. হামিদুল ইসলামের আবেদনও সোমবার মঞ্জুর হয়।
ইসির তথ্যমতে, প্রার্থিতা ফিরে পাওয়া প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণফোরাম, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি এবং স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের প্রার্থী রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে ৭২৩টি বাতিল হয়। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল ইসিতে জমা পড়ে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির শেষ দিন ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
আপিলে ৪১ সংসদ প্রার্থীর প্রার্থিতা পুনর্বহাল করল নির্বাচন কমিশন