সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, আওয়ামী লীগের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে গেজেট প্রকাশ হলে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসবে। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে। যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে। সিইসি আরও জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার।’ উল্লেখ্য, বিচারে পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গেজেট প্রকাশের পরই আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি