পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদার সম্পর্কে প্রকাশিত সংবাদকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়— প্রায় সাত লাখ টাকার ধার পরিশোধ না করায় নিহার রঞ্জন হাওলাদারের পদ কেড়ে নেয়া হয়েছে। তাকে এসপি থেকে অতিরিক্ত এসপি করা হয়েছে। প্রতিবাদলিপিতে বলা হয়, কেবল ধার পরিশোধ না করায় তার পদাবনতি বা পদ কেড়ে নেওয়া হয়নি। বরং চাকরি জীবনের বিভিন্ন সময়ে হাওলাদারের বিরুদ্ধে তিনটি বিভাগীয় মামলা রুজু হয়েছিল, যেখানে তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনি বিভিন্ন শাস্তি পান। বলা হয়েছে, প্রথম মামলায় তাকে তিরস্কার দণ্ড দেওয়া হয়। আরেকটি মামলায় তাকে ৩ বছরের জন্য নিম্নপদে অবনমিতকরণ গুরুদণ্ড দেওয়া হয়। তৃতীয় মামলায় তাকে ১ বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ শাস্তি দেওয়া হয় এবং ভবিষ্যতে বেতন সমন্বয় না করার নির্দেশনা দেওয়া হয়।