Web Analytics

ইংলিশ প্রিমিয়ার লিগে বিরল এক ঘটনা ঘটেছে। এভারটনের সেনেগালিজ মিডফিল্ডার ইদ্রিস গানা গুয়ে নিজ দলের সতীর্থ মাইকেল কিনকে চড় মারার অপরাধে ম্যাচের ১৩ মিনিটেই লাল কার্ড দেখেন। ঘটনাটি ঘটে রক্ষণভাগে ভুল বোঝাবুঝির পর, যখন ইউনাইটেডের আক্রমণ থেকে গোল হবার সম্ভাবনা তৈরি হয়েছিল। রেফারি টনি হ্যারিংটন ঘটনাস্থলেই উপস্থিত থাকায় সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান। ১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও এভারটন ম্যাচের ২৯ মিনিটে ডিউসবারি-হলের দুর্দান্ত শটে ১-০ গোলে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত সেই ব্যবধানেই জয় পায়। অতিরিক্ত একজন খেলোয়াড় থাকার পরও ম্যানচেস্টার ইউনাইটেড সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ রুবেন অ্যামোরিম স্বীকার করেন, তাদের দল যথেষ্ট তীব্রতা দেখাতে পারেনি এবং এভারটনের জয় প্রাপ্য ছিল।

25 Nov 25 1NOJOR.COM

সতীর্থকে চড় মেরে লাল কার্ড পেলেও ম্যানইউকে হারাল এভারটনের ইদ্রিস গানা গুয়ে

Person of Interest

logo
No data found yet!