Web Analytics

বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিনের অনিয়ম ও উচ্চ খেলাপি ঋণের কারণে নয়টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের উদ্যোগ নিয়েছে। লিকুইডেশনের যৌক্তিকতা যাচাইয়ে শুনানি শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে সরকার ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেবে, তবে প্রাতিষ্ঠানিক ও আন্তঃব্যাংক পাওনা সম্পদ বিক্রির মাধ্যমে পরিশোধ করা হবে। অবসায়নের তালিকায় রয়েছে ফাস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, অ্যাভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং ও ইন্টারন্যাশনাল লিজিং।

এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণ ৭৫ থেকে ৯৮ শতাংশে পৌঁছেছে এবং ২০২৪ সালের শেষে এনবিএফআই খাতের মোট খেলাপি ঋণের ৫২ শতাংশই এ নয় প্রতিষ্ঠানের। অনিয়ম ও আত্মসাতের অভিযোগে তাদের আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। নয় প্রতিষ্ঠানের মোট আমানত ১৫ হাজার ৩৭০ কোটি টাকা, যার মধ্যে ব্যক্তি আমানত ৩ হাজার ৪৯৩ কোটি টাকা সরকার ফেরত দেবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, ব্যক্তি আমানতকারীরা আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই তাদের মূল টাকা ফেরত পাবেন, তবে কোনো সুদ দেওয়া হবে না। সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকার মৌখিক অনুমোদন দিয়েছে এবং সম্পদ মূল্যায়নের মাধ্যমে শেয়ারহোল্ডারদের প্রাপ্য নির্ধারণ করা হবে।

23 Jan 26 1NOJOR.COM

নয়টি এনবিএফআই বন্ধ, ব্যক্তি আমানত ফেরত দেবে সরকার

Person of Interest

logo
No data found yet!