খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আব্দুল কাদের বলেন, এই সরকারের সময়েই জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে। এছাড়া প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবিতে বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি রাষ্ট্রপতির ঘোষণার মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার দাবি তোলেন। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় খেলাফত। তবে যেনতেন নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু নির্বাচন। আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতেও আহ্বান জানান তিনি। আরও বলেন, জনগণকে অনিরাপদ রেখে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব না। পরে এক বিক্ষোভ মিছিলে অংশ নেয় খেলাফত মজলিসের কর্মীসমর্থকরা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।