ইসরাইলকে এক হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার বিষয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মুফতি আলাউদ্দিন জিহাদি নামে এক বক্তা তার এক বয়ানে এ অভিযোগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে, ইসরাইলকে ড. মুহাম্মদ ইউনূসের টাকা দেওয়ার তথ্যটি ভুয়া। আরও বলেছে, ‘এ মিথ্যা ও বানোয়াট প্রচারণা মূলত অধ্যাপক ইউনূস ও তার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের অংশ।’ এর আগে রিউমর স্ক্যানারও এই তথ্যটিকে ভুয়া বলে চিহ্নিত করেছিল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও রিউমার স্ক্যানারকে নিশ্চিত করে যে এমন কোনো বিবৃতি তারা প্রকাশ করেনি।
ইসরাইলকে ড. ইউনূসের ১ হাজার কোটি টাকা দেওয়ার তথ্যটি ভুয়া: প্রেস উইং