Web Analytics

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করেছেন যে আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো, আর গণভোটের ব্যালট গোলাপি রঙের।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি ও অন্যান্য আইন কার্যকর হবে। ইতিমধ্যে প্রায় দুই লাখ ৯৭ হাজার প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য। এবারই প্রথম কিছু আসনে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের ‘প্রতীকী’ রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে, বাকি আসনে জেলা প্রশাসকরা দায়িত্ব পালন করবেন।

২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটি প্রথম নির্বাচন। নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনি আচরণবিধি, আইনশৃঙ্খলা রক্ষা ও প্রশাসনিক সমন্বয় বিষয়ে নির্দেশনা জারি করবে।

Card image

Person of Interest

logo
No data found yet!