শাহবাগ মোড় অবরোধ করা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। পরে আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন। এর আগে, প্রায় ৬ ঘণ্টা শাহবাগের যান চলাচল বন্ধ করে আন্দোলন করে তারা। রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের সরিয়ে দিতে গেলে শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করে। পরে পুলিশের লাঠিচার্জ করলে তারা সরে যায়। লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। যাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।