আল জাজিরার প্রতিবেদন বলছে, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর রমজানের শুরুতেই মানবিক ত্রাণের প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত উইটকফ কেবল রমজান মাসের জন্য সমস্ত জিম্মির বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছে। ইসরায়েল ওই প্রস্তাবে সম্মত হয়েছে। তবে হামাস এই প্রস্তাব মানতে রাজি হয়নি। হামাস চাচ্ছে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি। এই মতবিরোধের কারণে ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয় এমন অমানবিক সিদ্ধান্ত নিয়েছে।