Web Analytics

এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ এক অনুষ্ঠানে মির্জা ফখরুলের উপস্থিতিতে প্রশ্ন রেখে বলেন, আপনাদের কাছে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই- ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য, গুম হয়ে যাওয়া পরিবারের জন্য এবং অপরাধীদের বিচারের জন্য কী করবেন? শুধু বক্তব্য দেবেন, শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন। তিনি বলেন, বিভিন্ন বিশেষজ্ঞ ও ‘মায়ের ডাক-এর পরিবারের সঙ্গে এখুনি বসে রোডম্যাপ ঘোষণা করুন; যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন। আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে রাস্তায় এসে দাঁড়াতে না হয়। বর্তমান এবং আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই। অন্তর্ববর্তী সরকারে উদ্দেশ্যে ফুয়াদ বলেন, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে, লাশের ওপর দাঁড়িয়ে আপনার ক্ষমতা নিয়েছেন- সেইসব গুম হয়ে যাওয়া পরিবারদের কান্না শোনার জন্য গণ-শুনানির আয়োজন করুন। অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন। সরকারের বিভিন্ন বাহিনী ও আমলাদের নিয়ে স্পেশাল ইউনিট গঠন করুন।

23 Aug 25 1NOJOR.COM

যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে, লাশের ওপর দাঁড়িয়ে আপনার ক্ষমতা নিয়েছেন- সেইসব গুম হয়ে যাওয়া পরিবারদের কান্না শোনার জন্য গণ-শুনানির আয়োজন করুন: ফুয়াদ

Person of Interest

logo
No data found yet!