ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতিগত পার্থক্যের কারণে ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়িয়েছে। দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুর মাঠে এক নির্বাচনি পথসভায় এ ঘোষণা দেন। তিনি বলেন, জোটের একটি স্বার্থান্বেষী দল ইসলামী আন্দোলনকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু তারা ক্ষমতায় গেলেও শরিয়াহ আইন বাস্তবায়ন করবে না। এই কারণেই ইসলামী আন্দোলন জোট ত্যাগ করেছে।
রেজাউল করিম বলেন, শরিয়াহ শাসন ছাড়া দেশের মানুষের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি জানান, ইসলামী আন্দোলন এখন কোনো জোটের ওপর নির্ভর না করে নিজেদের শক্তিতে এগিয়ে যাচ্ছে। পথসভায় তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী গোলাম মসীহকে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁ থানা ইসলামী আন্দোলনের সভাপতি ফারুক আহাম্মেদ মুন্সি। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শরিয়াহ নীতিগত মতভেদে ১১ দলীয় জোট থেকে সরে গেল ইসলামী আন্দোলন বাংলাদেশ