দ্বৈত নাগরিকত্বধারী ও ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এই ঘোষণা দেন। তিনি সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে দেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে হাসিব আল ইসলাম বলেন, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ করা গণপ্রতিনিধিত্ব আদেশের পরিপন্থি এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং প্রশাসনের রাজনৈতিক পক্ষপাতের সমালোচনা করেন। তিনি আরও জানান, অতীতের গুম, খুন ও ভোট ডাকাতির সঙ্গে জড়িত আমলাদের তালিকা তৈরি করা হচ্ছে।
সংগঠনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে নির্বাচন কমিশন। তিনি বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারী প্রার্থীদের প্রশ্নবিদ্ধ কাগজপত্রের ভিত্তিতে বৈধতা দেওয়া হয়েছে এবং যথাযথ তদন্ত ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে।
দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম