চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত (৩৫) গ্রেপ্তার হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চরম্বা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তেলিবিলা এলাকা থেকে তাকে আটক করা হয়। রিফাত স্থানীয় ছিদ্দিক সওদাগরের ছেলে। যৌথ বাহিনীর অভিযানে তার কাছ থেকে দুটি এলজি, সাতটি কাতুর্জ, দুই লিটার বাংলা মদ, চারটি রাম দা, ছয়টি চাকু, একটি ড্রোন, আটটি মোবাইল ফোন, তিনটি মেমোরি কার্ড, একটি মোবাইল ব্যাটারি, একটি রকেট প্যারাসুট ফ্লেয়ার সিগন্যাল, একটি পেনড্রাইভ ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রিফাত দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। লোহাগাড়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মৌদুদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রিফাতকে আটক করা হয়েছে এবং তাকে অস্ত্রসহ থানায় হস্তান্তর করা হয়েছে। লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল জানান, আটক রিফাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা রিফাতের গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, এতে এলাকায় নিরাপত্তা ফিরে এসেছে।
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রিফাত গ্রেপ্তার