ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, বিদেশি শক্তির হয়ে কাজ করা ভাড়াটে সেনা ও জনসাধারণের জানমালের ক্ষতিসাধনকারী দাঙ্গাবাজদের সহ্য করা হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি অভিযোগ করেন, বিদেশি শক্তিগুলো ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং কিছু দাঙ্গাবাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে। খামেনি বলেন, ট্রাম্পের পতন অনিবার্য, যেমন অতীতে অহংকারী শাসকদের পতন হয়েছে, এবং ইরান অস্থিরতার মুখে পিছু হটবে না।
তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্টের হাত হাজারের বেশি ইরানির রক্তে রঞ্জিত। খামেনি তাঁর সমর্থকদের ঐক্যবদ্ধ ও প্রস্তুত থাকার আহ্বান জানান, উল্লেখ করেন যে ঐক্যবদ্ধ জাতি যেকোনো শত্রুকে পরাজিত করতে পারে। তাঁর এই বক্তব্য আসে এমন সময়ে, যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে।
গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দোকান বন্ধ রেখে আন্দোলন শুরু করেন, যা পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির বিক্ষোভে বিদেশি প্রভাবের বিরুদ্ধে খামেনির সতর্কবার্তা