ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে আট দল সরে দাঁড়ানোয় ২০ দলের পরিবর্তে ১২ দলের টুর্নামেন্টে পরিণত হয়েছে প্রতিযোগিতাটি। এতে বাকি আট দলে নাম লেখানো বা অপেক্ষমাণ ক্রিকেটাররা খেলতে পারছেন না। মাঠে নামার সুযোগ চেয়ে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে স্মারকলিপি দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিসিবি বিকল্প একটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, তবে কোন ক্রিকেটারদের বাছাই করা হবে তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
সমস্যার মূল কারণ ‘টোকেন’ ব্যবস্থা। দলবদলের সময় খেলোয়াড়রা বিসিবির কাছ থেকে যে ছাড়পত্র নেন, সেটিই টোকেন নামে পরিচিত। এবার দ্বিতীয় ও তৃতীয় বিভাগের অনেক ক্রিকেটারও প্রথম বিভাগে খেলার আশায় টোকেন তুলেছেন, যা বাছাই প্রক্রিয়াকে জটিল করেছে। ক্রিকেট কমিটি ফর ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আগামী ২৪ ডিসেম্বরের বোর্ডসভায় প্রস্তাবটি উপস্থাপন করবে এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গে পরামর্শ করে গাইডলাইন নির্ধারণ করতে চায়।
বিসিবি বিকল্প টুর্নামেন্টের সব খরচ বহন করবে, তবে পৃষ্ঠপোষক খোঁজার চিন্তাও চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, খেলোয়াড়দের পারিশ্রমিক প্রথম বিভাগের তুলনায় কিছুটা কম হতে পারে।
আট দলের বর্জনের পর বিকল্প টুর্নামেন্টে খেলোয়াড় বাছাই নিয়ে বিপাকে বিসিবি