ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনার রহস্য উদঘাটনে হিমশিম খাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এখন পর্যন্ত হত্যাচেষ্টার পেছনের মূল কারণ বা প্ররোচনাকারীকে শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা। শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অভিযুক্ত ফয়সাল করিমকে আগে হাদির নির্বাচনি প্রচারে দেখা গিয়েছিল, যা তদন্তে নতুন প্রশ্ন তুলেছে।
গোয়েন্দা সূত্র জানায়, হামলার আগের রাতে ফয়সাল ও আলমগীর আশুলিয়ার একটি রিসোর্টে অবস্থান করেন, যেখানে তাদের সঙ্গে দুই নারীও ছিলেন। পরদিন সকালে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন এবং পরে হাদির ওপর হামলা চালান। এ ঘটনায় ফয়সালের স্ত্রী সামিয়া, তার শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তকারীরা হামলার পরিকল্পিত দিক ও রাজনৈতিক উদ্দেশ্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলির রহস্যে হিমশিম খাচ্ছে ডিবি পুলিশ