শনিবার জুলাই গণঅভ্যুত্থানে শেরপুর জেলার ১২ শহিদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশন। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে জেলার ১২ শহিদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও একটি স্মারক পত্র তুলে দেয় ফাউন্ডেশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী একেএম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার। এ সময় শহিদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডে মূল হোতাদের গ্রেফতার ও দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।