ইরান, চীন ও রাশিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসিকে একটি যৌথ চিঠি পাঠিয়েছে, যেখানে তারা জানিয়েছে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২২৩১-এর সকল ধারা ১৮ অক্টোবর থেকে কার্যত শেষ হয়েছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানান, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার প্রচেষ্টাকে ওই চিঠিতে অবৈধ বলা হয়েছে। তিনি আরও বলেন, প্রস্তাব ২২৩১ ও ২০১৫ সালের গভর্নরস বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ইরানকে নিয়ে আইএইএ-এর যাচাই ও পর্যবেক্ষণ কার্যক্রমও এখন বন্ধ হওয়া উচিত। ঘারিবাবাদি উল্লেখ করেন, বোর্ডের প্রস্তাবে বলা ছিল, এই ইস্যু সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত বা একটি পূর্ণাঙ্গ চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত এজেন্ডায় থাকবে—যেটি আগে ঘটবে সেটিই প্রযোজ্য। ফলে ১৮ অক্টোবর থেকে বিষয়টি স্বয়ংক্রিয়ভাবে সংস্থার এজেন্ডা থেকে বাদ যাবে এবং কোনো অতিরিক্ত পদক্ষেপের প্রয়োজন হবে না।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।