লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ সম্প্রতি দল থেকে বাদ পড়ার পর করা বিতর্কিত মন্তব্যের জন্য সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন। গত ৬ ডিসেম্বর লিডস ইউনাইটেডের বিপক্ষে ড্রয়ের পর তিনি ক্লাব ও কোচ আর্নে স্লটের সমালোচনা করে বলেন, মৌসুমের দুর্বল শুরুর দায় অন্যায়ভাবে তার ওপর চাপানো হচ্ছে এবং অ্যানফিল্ডে নিজের ভবিষ্যৎ নিয়েও তিনি অনিশ্চিত।
দলের মিডফিল্ডার কার্টিস জোন্স স্কাই স্পোর্টসকে জানান, সালাহ পুরো স্কোয়াডের সঙ্গে কথা বলে বলেছেন—তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। জোন্সের মতে, সালাহর এই আচরণ তার মানবিক দিক ও দলের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে। তিনি আরও জানান, ড্রেসিংরুমে কোনো বিভাজন নেই এবং সবাই ঐক্যবদ্ধ।
লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগে ফর্মে ফেরার চেষ্টা করছে। সালাহর ক্ষমা প্রার্থনা দলীয় ঐক্য পুনর্গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিতর্কিত মন্তব্যের পর সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন লিভারপুল তারকা সালাহ