রংপুরে হোমিওপ্যাথিক ওষুধালয় থেকে সংগৃহীত রেকটিফায়েড স্পিরিট এলকোহল পান করে গত তিন দিনে সাতজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ বদরগঞ্জ উপজেলার আব্দুল মালেক ও রংপুর সদর উপজেলার রাশেদুল ইসলাম মারা যান। পুলিশ জানিয়েছে, আরও কয়েকজন গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতদের মধ্যে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মাদক কারবারি জয়নুল আবেদিনও রয়েছেন, যিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে ১০ বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করেছে এবং বদরগঞ্জ ও হাজিরহাট থানায় দুটি মামলা দায়ের করেছে। গোয়েন্দা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নগরীর একটি হোমিও চেম্বারে অভিযান চালিয়েছে।
রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন জানিয়েছেন, স্থানীয় কিছু হোমিওপ্যাথিক চেম্বার থেকে মাদক কারবারিরা এসব স্পিরিট সংগ্রহ করে। ঘটনার তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
রংপুরে হোমিওপ্যাথিক স্পিরিট পানে সাতজনের মৃত্যু